Saturday, August 18, 2007

রাজশাহীতে তিনদিনব্যাপী বর্ণাঢ্য আদিবাসী লোক উrসব

বিশেষ প্রতিবেদক
১৩ এপ্রিল, রাজশাহীঃ বৃহস্পতিবার ১২ এপ্রিল থেকে বিভাগীয় শহর রাজশাহীর ভূবন মোহন পার্কে শুরু হয়েছে আদিবাসী লোক উrসব। তিনব্যাপী এই উrসবের উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। জাতীয় আদিবাসী পরিষদ ও আস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই উrসবের প্রতিপাদ্য হচ্ছে 'আমাদের ভাষা ও পরিচয়ে জাগো বাংলাদেশ'। উদ্বোধনী দিনের আলোচনাসভার প্রথম পর্বে মূল প্রবন্ধ পাঠ করেন পাভেল পার্থ এবং দ্বিতীয় পর্বের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ কে এম মাসুদ আলী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাসান আজিজুল হক, সুলতানা কামাল, ডঃ চৌধুরী সারওয়ার জাহান, রাখী ম্রং, সারা মারান্ডী, দীপায়ন খীসা, সুষ্মিতা চক্রবর্ত্তী, মোয়াজ্জেম হোসেন, দেবাশীষ দেবু, প্রমুখ। আলোচনাসভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অনিল মারান্ডি এবং স্বাগত বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন। আলোচনা সভায় হাসান আজিজুল হক বলেন, দেশের এক বিরূপ সময়ের মধ্যে এই আদিবাসী উrসব আয়োজিত হচ্ছে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি উপেক্ষিত থাকছে। দেশে এখন একটি সঙ্কট বিরাজ করছে। এক অনিশ্চয়তার পথে আমরা এগুচ্ছি। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল বলেন, দেশের সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দেয়া হয়নি। এটি একটি ভুল সিদ্ধান্ত। দেশের একজন মানুষ হিসেবে একজন নাগরিক হিসেবে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দাবী করে তিনি বলেন, আদিবাসীদের অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুষ্মিতা চক্রবর্ত্তী বলেন, আদিবাসীদের সমাজ সংস্কৃতি এখন হুমকীর মুখে। বিশ্বায়নের যুগে আদিবাসী সংস্কৃতি-ঐতিহ্য ও অস্তিত্বকে আঘাতপ্রাপ্ত হচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগুলো বিশ্বায়নের সুযোগ পাচ্ছে না। বরং বিশ্বায়ন তাদের কৃষ্টি, সংস্কৃতি সবই গ্রাস করছে। আলোচনা সভা শেষে সাঁওতালদের ঐতিহ্যবাহী গান, নাচ ও নাটক পরিবেশিত হয়। এই উrসব ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত চলবে। প্রতিদিনই থাকবে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পয়লা বৈশাখে আদিবাসীদের বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের করা হবে। এছাড়াও উrসবে জাতিতাত্ত্বিক ও লোকায়ত জ্ঞান বিষয়ক পত্রিকা 'মৃত্তিকা'র উদ্যোগে মধুপুরের মান্দিদের জীবন ও সংগ্রামের আলোকচিত্র প্রদর্শন করা হয়। আদিবাসীদের ভাষা ও পরিচয়ে জেগে ওঠার আহবান জানিয়ে উrসবের প্রথম দিনের অনুষ্ঠান উপস্থাপক হরেন্দ্র নাথ সিং প্রতিদিনের অনুষ্ঠানে সবাইকে যোগদানের আহবান জানান।
source: www.ukbengali.com

No comments: